Apr 16, 2014, 8:31 am (BST)

সংবাদ শিরোনাম

আন্তর্জাতিক সংবাদ : ইউক্রেন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে : পুতিন   |    বিভাগীয় সংবাদ : সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমন্বয় সভা * মুজিবনগর দিবস উপলক্ষে খুলনায় কর্মসূচি গ্রহণ   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
 
বাসস বিদেশ-৩
সুইজারল্যাণ্ড-দুর্ঘটনা
সুইজারল্যাণ্ডে বাস দুর্ঘটনায় ২২ শিশুসহ নিহত ২৮
জেনেভা, ১৪ মার্চ (বাসস/এএফপি) : সুইজারল্যান্ডের ভ্যালেইস রাজ্যের সিয়েরে এলাকায় এক বাস দুর্ঘটনায় ২২ শিশুসহ ২৮ জন নিহত হয়েছে। বাসটির যাত্রীরা এ সময় স্কি হলিডে থেকে ফিরছিল।
বুধবার সুইস বার্তা সংস্থা এসডিএ-এটিএস জানায়, এ সময় শিশুরা ভ্যাল ডিঅ্যানিভিয়ার্স থেকে বেলজিয়াম ফিরে যাচ্ছিলো।
বাসটি সিউনে যাচ্ছিল। মঙ্গলবার রাতে যানচলাচলের একটি সুড়ঙ্গের দেয়ালের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। সিয়েরেতে অবস্থিত সুড়ঙ্গটি পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে।
ভ্যালেইসের পুলিশ প্রাথমিকভাবে শুধু আহত হবার খবর জানিয়েছিল।
বাসটিতে ৫২ যাত্রী ছিল। এরা ফ্লানডার্সের লোমেল ও হেভার্লি শহরের বাসিন্দা।
বার্তা সংস্থা জানায়, দুর্ঘটনায় দুজন চালক নিহত হয়েছে।
আহতদের ভ্যালেইসের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

॥ সকল বেলজিয়ামের জন্য শোকাবহ দিন : বেলজিয়ামের প্রধানমন্ত্রী ॥
সুইজারল্যান্ডে বাস দুর্ঘটনাকে বেলজিয়ামের জন্য একটি শোকাবহ ঘটনা হিসেবে আখ্যায়িত করলেন দেশটির প্রধানমন্ত্রী এলিও ডি রুপো। দুর্ঘটনায় ২২ বেলজিয়ান স্কুলশিশুসহ ২৮ জন নিহত হয়েছে।
বুধবার রুপোর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সুইজারল্যাণ্ডে সংঘটিত দুর্ঘটনার ভয়াবহতায় প্রধানমন্ত্রী শোকাভিভূত হয়ে পড়েছেন।
এতে আরো বলা হয়েছে, এটা সকল বেলজিয়ানের জন্য একটি শোকাবহ দিন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন বুধবার তিনি সুইজারল্যাণ্ড সফরে যাবেন।
বিবৃতিতে আরো বলা হয়, ঘটনাটির কথা শানার পর প্রধানমন্ত্রী সর্বপ্রথম এতে নিহত এবং তাদের পরিবার ও প্রিয়জনদের কথা স্মরণ করেছেন।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড