Apr 25, 2014, 8:19 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : আশাশুনিতে জামায়াত নেতা গ্রেফতার, এনকাউন্টারে গুলিবিদ্ধ * খুলনায় ১৪ দলের জনসমাবেশ আগামীকাল    |    আন্তর্জাতিক সংবাদ : দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন ওবামা   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
মালির বিদ্রোহী সৈন্যদের প্রেসিডেন্টের প্রাসাদ দখল ও কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের দাবি
 
বামাকো, ২২ মার্চ (বাসস/এএফপি) : মালির বিদ্রোহী সৈন্যরা বৃহস্পতিবার জানিয়েছে, তারা বন্দুকযুদ্ধের পর প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নিয়েছে এবং বেশ কয়েকজন মন্ত্রিকে গ্রেফতার করেছে। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্রোহী সৈন্যদের একজন এএফপিকে বলেন, আমরা প্রেসিডেন্টের প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছি। তিনি আরো জানান, আটক কর্মকর্তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী সমেলু বৌবিয়ি মাইগা রয়েছেন।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড