Apr 19, 2014, 5:37 am (BST)

সংবাদ শিরোনাম

খেলাধুলার সংবাদ : ২০১৫ বিশ্বকাপে ভাল করার জন্য কাউন্টি চ্যাম্পিয়নশীপে জ্বলে উঠতে উন্মুখ পাকিস্তানের সাঈদ আজমল * আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা শীর্ষ দশ খেলোয়াড়   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
সিরিয়া সংকট বিশ্বের জন্য হুমকি : ব্রাহিমি
 
দামেস্ক, ১৫ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : আন্তর্জাতিক শান্তি দূত লাখদার ব্রাহিমি শনিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকের পর সতর্ক করে বলেছেন, সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাত এ অঞ্চল ও বিশ্বের জন্য বিরাট হুমকি সৃষ্টি করছে।
নবনিযুক্ত এই দূত বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ এই সংকটটি বিপজ্জনক এবং তা আরো অবনতির দিকে মোড় নিচ্ছে। এটা সিরীয় জনগণ, এই অঞ্চল ও বিশ্বের প্রতি হুমকি।
চলতি মাসের গোড়ার দিকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের স্থলাভিষিক্ত হন।
তিনি বলেন, উদ্ভুত এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে এবং সিরীয় জনগণকে সহায়তা করতে আমরা ব্যাপক চেষ্টা চালিয়ে যাব।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড